Thursday, 25 July 2013

বাংলা

ঝিলের জলে শাপলা তোলে ছোট্ট কচি বালক,
ঝিলের জলে সাদা বকের ফেলে যাওয়া পালক।
বিল জুড়ে সব সোনালী ধান,কৃষক ভাইয়ের গান,
বিলের শেষে ছোট্ট কুঠির,কাক তাড়ুয়ার ভান।

প্রান্ত জুড়ে সবুজ-শ্যামল,সবুজ সব ছবি,
প্রান্ত জুড়ে রং ছড়িয়ে উঠছে পূবে রবি।

নদীর মাঝে রুপালী জল,স্রোতে জলের নাচ,
নদীর বুকে বেলে মাটি,জালে রুপোর মাছ।

আকাশ জুড়ে নীলের মাঝে সাদা মেঘের ভেলা,
আকাশ জুড়ে ঘুরে ঘুরে হরেক পাখির খেলা।

খালের পাড়ে ছোট্ট গ্রাম,ছোট্ট একটা বাজার,
খালের পাড়ে পাহাড় ঘেষে পীর-অলীদের মাজার।

পাড়ায় পাড়ায় একটা মসজিদ,পান-সুপারী-ছোরতা,
পাড়ার বুড়ো পান চিবিয়ে গায়ে লুঙ্গি কোর্তা।

দেশ জুড়ে সব সুরের মালা,স্বাধীনতার স্মৃতি,
দেশ জুড়ে সব ধর্ম-কর্ম, বহু প্রাচীন কীর্তি।
ছবির মত দেশটি  আমার,হেথায় হোথায় জংলা,
ছবির দেশ কবির দেশ এ আমরি বাংলা।




লেখক- শাহারীয়ার ওয়াহেদ
গর্জনিয়া, রামু, কক্সবাজার।

No comments:

Post a Comment