Monday 1 June 2020

দৈবযোগ


পার হলো শতবর্ষ,পার হয় শত স্মৃতি।
পার হয়ে দশ অব্দ,পারক ছিনালি হর্ষ।

শেষ হলো সব যাত্রা,শেষ হয় সব যুদ্ধ।
শেষ হয়ে সব শুরু,শেষের বৃষ্টি বার্তা।

জল বুঝায় জীবণ,জলে জল থৈ থৈ।
জলে ডুবায় জীবণ,জলের জলদি মরণ। 

আলোক সূর্য্য নিকট,আলোক তাপ প্রকট।
আলোক বর্ষ কত? আলোয় শব্দে বিকট।

অল্প শ্বাস অল্প আঁশ,অল্প অর্থে জীবণ বাস।
অল্প শোক অল্প সুখ,অল্পিষ্ঠ পাতায় ঘাস।

শাহারীয়ার ওয়াহেদ

No comments:

Post a Comment