
রৌদ্র ঝরে কাটাফাটা রৌদ্রতাপে দুপুর,
কাল বোশাখী ঝাপ্টা মারে লক্ষ মুকুল ঝরে,
বৈশাখ মাসে আম-কাঁঠালে বাগান গেছে ভ্রে ।
বর্ষাকালে কাল্মেঘে নিভে সূর্য দৃষ্টি,

আষাঢ়-শ্রাবণ জলের ধারা জমে জমে বান,
বানের জলে পলল ফেলে কৃষক ভাইয়ের গান ।
শরৎকালে অল্প ঠান্ডা গুড়ি গুড়ি বৃষ্টি,
কাশফুল আর চন্দ্রতারায় রাতের আকাশ মিষ্টি,
আকাশ জুড়ে ঠান্ডা আমেজ সাদা মেঘের ভেলা,

হেমন্ত কালে সোনার ধানে সারা বাংলা ভরা,
মনের রঙ্গে , খুশীর ঢঙ্গে , কৃষক ভাইয়ের ধরা,
বুক বাধেঁ কৃষক ভাইয়া গাহে নব গান,
অগ্রাহণে কৃষক ভাইয়া কাটে সোনার ধান ।
শিতকালে সারা বাংলা কুয়াশায় যায় ভরে,
শীতের পিঠা, খেজুর মিঠা, বানায় ঘরে ঘরে,
খড়-বিছালী জ্বেলে বুড়ো ভাগায় হীম্বুড়ি ।
বসন্তকালে আগুন লাগে সারা বাংলাময়,
ফুলে ফলে ভরে ভরে কোকিল ডাকের জয়,
সবুজ-শ্যামল, রং-বেরং, নেইকো রুপের শেষ,

লেখক- শাহারীয়ার ওয়াহেদ
গর্জনিয়া,রামু,কক্সবাজার।
