

নানা জনের আনাগোনা,কানে কানে কথা,
বঙ্গবন্ধুর মুখে বাংলার ব্যাথা।
মার্চ শুরু হয় একটা জনসমুদ্র দিয়ে,
পিল পিল পিঁপড়ার মত মাঠে জমে
হাজার-লক্ষ মানুষ,স্বাধীনিতার শপথ বুকে ।
সন্তান,স্বামী-স্ত্রী,ভাই-বোন পরস্পরে
বিদায় নেয় । নব ভিৎ রচনার শপৎ এ
ময়দানে যাবে । হয় শহীদ,নয় স্বাধীনতা ।
সপ্তম দিন । ময়দানে লক্ষ মুখের ভাষা বিস্ফোরিত হয়,
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।"
মুক্তির শকওয়েব আরও একধাপ এগিয়ে উচ্চারিত হয়,
"এ দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ ।"

এবার সত্যই হবে শোষক-শোষিতের বিবাদ।
যমরাজ মন্ত্র পড়ে নেমে আসে ঢাকার বুকে ।
পঁচিশতম রাত । কট কট রাইফেলের শব্দ,
রক্তাক্ত ঢাকা, জন্ম হয় লালা পতকা ।
সৈনিক নেতা ঘোষণা দেয়, স্বাধীনতা জন্মেছে
আর ভয় নেই । কৃষক-শ্রমিক, ছাত্র-সৈনিক,
যুদ্ধ করে আমৃত্যু নির্ভীক ।
ঘরে ঘরে বাজে বাংলার সুর
গানে-গানে স্বাধীনতার তাল,
এভাবেই যুদ্ধ, মার্চ উত্তাল ।