Friday 26 July 2013

সংস্কৃতির ছড়া

শুকনো মরিচ পান্তাভাত
নববর্ষে অপূর্ব স্বাদ,
কোর্তা আর হলুদ শাড়ী
আনন্দ হয় বাড়ী বাড়ী ।

                                       নারিকেল,চিনি,বিন্নি ভাতে
                                       মিশিয়ে নিয়ে এক সাথে,
                                      মরিচ চাটনী অল্প তাতে
                                      ঝাল না হয় বেশী যাতে ।


গ্রামীণ চ্যাকের রঙ্গিন শাড়ী
বাশেঁর,ছনের,ছোট্ট বাড়ী,
নাকের নোলক কানের দুল
গ্রাম্য পিরীত নানান ফুল ।

                                     কলসী নিয়ে গ্রামের বধু,
                                     ঝোপের ভেতর পোকার মধু
                                     নদীর ঘাটে সুরের বাশিঁ,
                                    কৃষক ভাইয়ের মাঠের হাসি ।

পূজো,ঈদ,বড়দিন
ভাষা সৈনিকদের প্রেমের ঋণ,
মুক্তিযোদ্ধার প্রাণের ভিৎ
বাংলা স্মৃতি লক্ষ শহীদ ।

                                          বাংলা জুড়ে সারা বছর
                                          সবুজ-শ্যামল হাজার ছবি
                                          পশ্চিম পাড়ার রশিদ দাদা
                                           দার্শনিক আর অল্প কবি ।

লালনগীতি ভাটিয়ালী শোন
হিন্দি-উর্দূ দূর দূর,
কত আছে ভাব-ভাউল
বাংলা ই আমার মধুর সুর ।

                                        বারমাসে তের পার্বণ
                                        ধর্ম-কর্ম হাজার রীতি
                                     বিদেশ হতে ধার নিওনা
                                     এসব মোদের সংস্কৃতি ।

লেখক-শাহারীয়ার ওয়াহেদ
গর্জনিয়া,রামু,কক্সবাজার।

              

Thursday 25 July 2013

বাংলা

ঝিলের জলে শাপলা তোলে ছোট্ট কচি বালক,
ঝিলের জলে সাদা বকের ফেলে যাওয়া পালক।
বিল জুড়ে সব সোনালী ধান,কৃষক ভাইয়ের গান,
বিলের শেষে ছোট্ট কুঠির,কাক তাড়ুয়ার ভান।

প্রান্ত জুড়ে সবুজ-শ্যামল,সবুজ সব ছবি,
প্রান্ত জুড়ে রং ছড়িয়ে উঠছে পূবে রবি।

নদীর মাঝে রুপালী জল,স্রোতে জলের নাচ,
নদীর বুকে বেলে মাটি,জালে রুপোর মাছ।

আকাশ জুড়ে নীলের মাঝে সাদা মেঘের ভেলা,
আকাশ জুড়ে ঘুরে ঘুরে হরেক পাখির খেলা।

খালের পাড়ে ছোট্ট গ্রাম,ছোট্ট একটা বাজার,
খালের পাড়ে পাহাড় ঘেষে পীর-অলীদের মাজার।

পাড়ায় পাড়ায় একটা মসজিদ,পান-সুপারী-ছোরতা,
পাড়ার বুড়ো পান চিবিয়ে গায়ে লুঙ্গি কোর্তা।

দেশ জুড়ে সব সুরের মালা,স্বাধীনতার স্মৃতি,
দেশ জুড়ে সব ধর্ম-কর্ম, বহু প্রাচীন কীর্তি।
ছবির মত দেশটি  আমার,হেথায় হোথায় জংলা,
ছবির দেশ কবির দেশ এ আমরি বাংলা।

Thursday 4 July 2013

একটি দোয়েল


একটি দোয়েল কিচ কিচ শব্দ তুলে,
এগাছ ওগাছ ঢালে ঢালে,
সাদা-কালো পাখনাগুলো,
ভালবাসার কথা বলে।

                         একটি দোয়েলের দিকে হাজার রাইফেল তাক।
                              কেটেকুটে শতভাগ,
                              শত শত লোভীর ভীড়ে,
                          কলিজাটা নিচ্ছে ছিঁড়ে।

একটি দোয়েল বাংলাদেশে,
হাটে, মাঠে, নদীর ঘাটে,
উড়ছে যত স্বাধীন পথে,
গণতন্ত্র মুক্তি পেতে,নানা মুনীর নানা মতে।