Tuesday 9 April 2013

কিছু সংলাপ

না মুসলমান, না হিন্দু,
না খ্রীষ্টান, না বৌদ্ধ,
আমিই হোলাম হালাকু-চেঙ্গিশ,
বিভীষিকাময় যুদ্ধ ।

না পুরুষ , না নারী
না জড় , না প্রাণ,
আমিই হোলাম উদ্ভট সাম্যবাদ,
না আছে আমার জ্ঞান ।

না ভাল , না মন্দ,
না তেতো, না স্বাদ,
আমিই হোলাম শয়তানের মন্ত্র,
ধর্ম নিরপেক্ষতা  বাদ ।

না তন্ত্র, না মন্ত্র,
না উক্তি, না যুক্তি,
আমিই হোলাম সাম্রাজ্যবাদ ,
না আছে তোদের মুক্তি ।

না রোদ , না বৃষ্টি
না প্রেম, না কাব্যতা,
আমিই হোলাম রুঢ় ঋতু,
আধুনিক এই সভ্যতা ।

না তর্ক, না বিতর্ক,
না বিদেশ , না দেশ,
আমিই হোলাম উদ্ভট জাতির
উদ্ভট এই বাংলাদেশ ।

 লেখক- শাহারীয়ার ওয়াহেদ
গর্জনিয়া, রামু, কক্সবাজার।